মাঝবয়সী লোক

জানালার কাছে বসেও আজ বাইরে মন দিতে পারছেনা মেঘালী। কিছুক্ষণ পর লোকটা আবার কনুই দিয়ে মেঘালীকে উত্যক্ত করতে শুরু করল। মেঘালী যে নড়ে চড়ে বসবে এখন তারও উপায় নেই। ভিড়ের সুযোগে লোকটা তাকে জানালায় ঠেসে ধরেছে। লোকটার আচরণে মেঘালী অবাক হল, সে একদিকে মেঘালীকে সমানে বিরক্ত করে চলেছে, অন্যদিকে সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সাথে কথাবার্তাও চালিয়ে যাচ্ছে। মেঘালীর মৃদু  প্রতিবাদ সে গ্রাহ্যই করছেনা।

by মীরা কাজী | 08 March, 2024 | 148 | Tags : short story crowded bus unwanted situation patriarchy